মায়ার খেলা, মায়ার জাল
মায়ার খেলা, মায়ার জাল
———————- রমিত আজাদ
কে দিয়েছে ভালোবাসা, কে দিয়েছে এত প্রেম?
জগত জুড়ে মায়ার খেলা, মায়ার জালে কে বাধেন?
জগতপ্রভু পাঠাইলো এই দুনিয়ারই জেলখানায়,
শিকলে পড়লো বাঁধা, দেহ মনের মুক্তি নাই।
দুনিয়ার হাট-বাজারে আমরা সবাই দেনাদার,
সওদাতে বিকিকিনি, একে পরের পাওনাদার।
ভাই-বেরাদর ভালোবাসা, স্বামী-স্ত্রী মহব্বত,
সন্তানের মুখ চাহিয়া খুঁজে ফিরি বাঁচার পথ।
প্রেমের হাটে মিলন মেলা, প্রেমের পথেই বিরহী,
কেউ বা ফিরায় শূণ্য হাতে, কেউ ধরে হাত সব সহি।
কেউ ছিঁড়ে যায় ঘরের বাঁধন, কেউ বা আবার ঘর বাঁধে,
কেউ বেদনার কাব্য শোনায়, কেউ মিলনের সুর সাধে।
আমরা সবাই দাতা হাতেম, আমরাই যে ভিখ মাঙি।
মনের সাথে মন মিলিয়ে একে পরের মন রাঙি।
তুমি আমি বাদশা আবার, আমি তুমিই ভিখারি,
মায়ার খেলায়, মায়ার মেলায় আমরা সবাই পসারী।
————————————–
রচনা তারিখ: ২২শে মে, ২০১৯ সাল
সময়: বিকাল ৪টা ৪৭ মিনিট
Magical Bond
————- Ramit Azad