
মা গো তোমার সম্মান
মা গো তোমায় নিয়ে গাইব আমি গান।।
কত কবি তোমায় নিয়ে লিখছে কিবিতা,
তোমায় নিয়ে গান গেয়েছে কত গায়ক-গায়িকা,
আমি কীভাবে করিব মা গো তোমার সম্মান,
মা গো তোমায় নিয়ে গাইব আমি গান।।
গর্ভে থাকতেই মাগো তোমায় দিছি কত জ্বালা,
আমার কথা ভেবে মাগো জ্বালাকে করেছ মালা,
মাগো আমি কি আর দিতে পারব, মা গো……
ও… আমার মা, তোমার জ্বালার যোগ্য প্রতিদান,
মা গো তোমায় নিয়ে গাইব আমি গান।।
তোমায় মৃত্যু সম কষ্ট দিয়ে ত্রিভুবনে আসি,
সিন্ধু তুল্য ব্যথা ভুলে, মুখে তোমার হাসি,
মাগো তোর হাসিতে হাসে বিশ্ব, হাসে রহমান,
আমি কীভাবে করিব মা গো তোমার সম্মান,
মা গো তোমায় নিয়ে গাইব আমি গান।।
অসুখ হলে মাগো আমার শিথানেতে বসি,
তন্দ্রাহীন করেছ পার দিবসের পর নিশি,
আমার জন্যে বিধির তরে সঁপে দিছ প্রাণ,
এই ঋণ কি আর শোধ হবে মা গো……
ও….. আমার মা…., ও… আমার মা…
এ ঋণ কি আর শোধ হবে গো থাকতে আমার জান
আমি কীভাবে করিব মা গো তোমার সম্মান
মা গো…… ও….. আমার মা….,
ও…….. ও………. আমার মা……
মোহাম্মাদ সাহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী )
মেইল_ Sahidul_77@yahoo.com