মিষ্টি কথা কইলি ক্যান?
————————— রমিত আজাদ
দর্শনধারী মধুর হইয়াও, মনটা কেন নিঠুর-রে?
কষ্ট দিয়া বুকের মাঝে চইলা গেলি কোন দূরে!?
চোখের ভাষায় আশা দিয়া, হইলি সর্বনাশারে!
আশায় আশায় রাইখা আমায়, রাখলিনা তোর কথারে!
যতই আমি থাকি ব্যথায় পথ পানে চাইয়া,
ততই যে তুই পলাইস দূরে কইলজাটা মোর খাইয়া!
আমি এক পোড়কপালী অভাগিনী মাইয়া,
আর কতকাল কান্দাবি তুই, পলাইয়া পলাইয়া?
এই যদি তোর মনেই ছিলো, মিষ্টি কথা কইলি ক্যান?
যেমন ছিলাম ভালোই ছিলাম, ভাঙ্গলি কেন আমার ধ্যান?
আমারে তোর পড়লে মনে ফিরা আইসা ধরিস গান,
মনে রাখিস বুকের ঘরে আছে হৃদয়, আছে প্রাণ!
পলাই পলাই থাকবি কত? ঠিকই হইবে মন আনচান!
ভালোবাসায় হয়না তো ক্ষয়, বাড়ে কেবল মনের টান!
——————————————–
রচনাতারিখ: ৩রা নভেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১০টা ২২ মিনিট