মিষ্টি রোদের একটি বিকেল
—————————— রমিত আজাদ
মন খারাপ এক বিকেল বেলায় মন হয়েছে ভালো,
তোমার সাথেই দেখেছিলেম শেষ বিকেলের আলো!
ঘাসের উপর লুটিয়ে পড়ে জমির ধুলো মেখে,
হয়েছিলো উদাস দু’মন মেঘের চলন দেখে!
কার সে স্বপন রঙ মেখেছে কার উতলা মনে?
নীরবতায় মনের কথা মন পড়েছে জেনে।
স্নিগ্ধ সে রোদ তাপ দিয়েছে অগ্নি বুকের আঁচে,
রবির জ্যোতির রৌশনিতে দীপ্তি হৃদয় মাঝে!
আমরা দুজন সেই বেলাতে মৌন আবেশ ব্রতে,
ঘাসফুল তায় দোল খেয়েছে বোঁজা আঁখির পাতে।
স্বপ্ন ছিলো দুইটি মনেই একটি আশার নেশা,
মিষ্টি রোদের একটি বিকেল,
একটু ভালোবাসা।
রচনাতারিখ: ২৩শে এপ্রিল, ২০২০
সময়: রাত ৯টা ০৪ মিনিট
(ছবি আকাশজাল থেকে নেয়া)