মুগ্ধতাতেই নিস্পন্দ
————————–রমিত আজাদ
এরপর আমি আর লিখিনা কবিতা তাকে নিয়ে,
পারাবতের পায়ে বেধে প্রণয়পত্র পাঠানোর
অভিলাষটাও খারিজ করলাম অনুতাপে।
ভাবলাম, আর এগুবো না আবেগে।
পরিচয়, মুগ্ধতা, প্রণয় ও পরিনয়’ –
যদিও এটাই ধারাবাহিকতা।
তারপরেও আমি মুগ্ধতাতেই থেমে যাবো।
তার ভরা বর্ষার স্ফটিক খরস্রোত
আমি মুনিয়া পাখী হয়ে দেখবো
শীর্ণ বৃক্ষের শাখে বসে উদাসী সন্ধ্যায়।
আমার ফোটায় ফোটায় সঞ্চিত সাহস
তাকে ছোঁয়ার মত যথেষ্ট নয় দিনশেষে।
এলোমেলো স্বপ্ন কি আর পূণ্যার্থ পদাবলী?
ঘুমভাঙা অভিমানী ক্ষণ বুঝে নেয় রূঢ় বাস্তবতা!
উপুড় হওয়া নি:সম্বল অম্বর ছুঁতে চায় বলেই
উদ্বেলিত ঋদ্ধ অর্ণব ফুঁসে ওঠে ক্রোধে।
—————————————————
তারিখ: ১০ই সেপ্টেম্বর, ২০১৮
সময়: ১২টা ৪৮ মিনিট