মুমূর্ষু গুল্মের উন্মেষ
——————— রমিত আজাদ
না, আমি আর কাঁদবো না,
সাগরের জল বাড়িয়ে কি লাভ বলো?
বর্ধিত জলরাশির জলোচ্ছাসে
ঐ মানুষই তো আবার ডুববে!!!
চোরাবালুতে বালু ফেললে,
বিপদ কমেনা, বরং বাড়ে।
ঘুর্ণিকে যতই ঘোরাও
ততই উর্ধমুখী তার বেগ!
প্রেম তো অন্ধই হবে,
খোলা চোখে প্রেম হয় না।
লজিকের শৃঙ্খল রচেছ তো,
আবেগ হারিয়ে যাবে!
নীরব বিরহ, সেই ভালো!
সরল দোলকের মত
মন্দন হতে হতে
একসময় থেমে যাবে,
দুর্বল হৃৎপিন্ডের মত!
নির্বিকার শূণ্যদৃষ্টি আঁখি থেকে
যদি অলক্ষ্যে গড়িয়ে পড়ে
এক বিন্দু শবনম,
তাই ভালো।
ঐ ঘনীভূত হিমকণাই হোক
কোন মুমূর্ষু অঙ্কুর গুল্মে
এক প্রাণদায়ী অমৃত!
—————————————
রচনাতারিখ: ২৭শে সেপ্টেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১টা ৫৫মিনিট