মেঘ জমিনের মিতালি
———————— রমিত আজাদ
শৌখিন বৃষ্টিতে জল পড়ে টুপটাপ,
তুমি আমি দেখে যাই ছন্দটা চুপচাপ!
মেঘ তার কথাগুলো ঢেলে দেয় জমিনে,
বৃষ্টির ধারা হয়ে নেমে আসে ভূবনে।
কেউ যেন ভুল করে ভেবোনা তা কান্না,
বরিষের ফোটাগুলো প্রণয়ের বন্যা!
মেঘমালা পাঠিয়েছে জমিনের বুকে তা,
সেই সুখ দানা দানা গেঁথে দেবে বারতা।
দানা বাধা সুখগুলো অঙ্কুরে জাগবে,
ক্ষেতে ক্ষেতে ফসলেরা সুর করে হাসবে।
ঝিকিমিকি শীষগুলো শিস দিয়ে হেসে যাক,
মেঘ আর জমিনের মিতালিটা বেঁচে থাক।
রচনাতারিখ: ২৪শে জুন, ২০২০ সাল
সময়: সন্ধ্যা ৭টা ৫২ মিনিট
Earth Cloud Friendship
——————————–Ramit Azad