মেহেদী রঙা মণি
মেহেদী রঙা মণি
————————– রমিত আজাদ
মেহেদীর নকশাতে হাত দুটো সুন্দর!
অপরূপ সাজে মণি জুড়িয়েছে অন্তর!
ঈদ এলো বলে কি সে হাত দু’টো রেঙেছে?
নাকি তার হাতে উঠে মেহেদীরা মেতেছে?
পাঁচ পাঁচ দশ আঙুলে কত কারুকার্য!
লাল জামা, নীল টিপে ঈদী তার ধার্য।
চাঁদ রাতে মণি কেন সাজিয়েছে হাত তার?
মেহেদীরা হাসে খেলে করপটে মণিটার!
রূপা-চাঁদি ঝুমকায়, মণি আজ চমকায়!
স্বর্ণালী বালা তার রূপ দেখে থমকায়!
মেঘরঙা কেশে তার কি সুবাস ছলকায়?
সুলোচনা মণি আজি রঙে রুপে ঝলকায়!
কে যে কাকে সাজিয়েছে, কার সেই সাধ্য?
মণিটাকে রাঙিয়েছে, রঙেদের ভাগ্য!
তপ্ত সে রূপে মণি, কবিটাকে পোড়ালো,
সে দহনে জ্বলে কবি চোখ দু’টি জুড়ালো!
রচনাতারিখ: ০৭ই মে, ২০২২ সাল
রচনাসময়: দুপুর ২টা ৫০ মিনিট
Mehndi Colored Moni
—————————- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0