মোহিনী কুহকে এসেছিনু
মোহিনী কুহকে এসেছিনু
—————— রমিত আজাদ
আমি এসেছিনু শতবার তব শতত সম্মোহনে,
ঐন্দ্রাজালিক স্বপ্নসায়রে নেশাতুর বিমোহনে।
মোহিনী কুহকে এসেছিনু দ্বারে যামিনীর খরস্রোতে,
চর্মচোক্ষে দেখিলেনা তুমি, কাঁদিলে বৃথাই প্রাতে!
বেহুলা বেদন রোদন অথবা জোৎস্নায় মাখামাখি,
রবি শশী তায় চাহিছে বিদায়, তারারা মেলিছে আঁখি।
শয্যা পাতিয়া বিছাবে গালিচা ঘাসফুল আশাবরী,
পুষ্প-বীথিকা বাহুডোর মেলি ছড়াইবে মঞ্জরী।
পৌষ মাঘ কিবা বর্ষা শ্রাবণে, গম যব কিবা অন্ন প্লাবনে,
শিউলির ভোরে গাঢ় চুম্বনে, আদরে বাঁধিবো আলিঙ্গনে।
প্রিয়তি তোমার বাতিঘরে মোরে, দিও ক্ষণিকের ঠাঁই!
রজনী আলোকে বুকে মুখগুঁজে, শান্তি খুঁজিয়া পাই!
————————————————
রচনাতারিখ: ৩রা নভেম্বর, ২০১৯ সাল
সময়: রাত্রি ২টা ৩৮ মিনিট
I Came in Illusion
————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0