মেয়ে তোর রূপ যাদুতে
মেয়ে তোর রূপ যাদুতে
—————— রমিত আজাদ
মেয়ে তোর রূপ যাদুতে, লাজ হাসিতে, ভাঙলো দুখে একটি বুক!
কার বুক তুই জানতে না চা, থাকরে বাছা, নাম প্রকাশে অনিচ্ছুক!
রূপের মায়ায় চোখ ধাঁধালি, পথ কাঁপালি, জাল বিছালি কুহকী!
এদিকে কান্না চেপে ভগ্ন বুকে, মূর্খ বালক, বুক চাপরায় অভাগী!
রঙ না মেখেই হেলেন হলি, ফুলের কলি, যুদ্ধ ডেকে দেশ কাঁপালি!
কি একিলিস, কি হেকটর, বুক চিতিয়ে ইয়ুধ লাগাতার, জোঁশ জাগালি!
সাজগোজ তোর মন কেড়ে নেয়, দৃষ্টি সুধায় তেজ ঝলকায়, সর্বনাশী হুতাশন!
এভাবে আর কতদিন ভাঙবি হৃদয়? অগ্নিকায়ায়, অন্ধ-কারায় সর্বগ্রাসী সিংহাসন!
দেউলিয়া আজ মন কোষাগার, ফল্গু ধারার আঁখির ঢালে কাজল জ্বালে আলেয়া,
আলেয়ার নেশায় ফেলে আর কতকাল করবি মাতাল? রূপ নেহারি রূপের বেশে অপয়া!
কত মন জ্বললো দুখে, সুখের আঁশে, সুখ না দিলি, নাই তাকালি, কভু কি হয় না মায়া মায়াবী?
এত সব পুরুষ বধে, রূপের ক্রোধে, বাধবি আবাস? কিসের আভাস? আর কতকাল জ্বালাবি?
——————————————–
রচনা তারিখ: ১৯শে এপ্রিল, ২০১৯
সময়: রাত ৩টা ২৫ মিনিট
Catastrophic Beauty
———– Ramit Azad