মোর অভিমানি পাখী
মোর অভিমানি পাখী
————— রমিত আজাদ
মনে হয় সব কিছু ফেলে
আবার ছুটে যাই তোমার কাছে।
গান না হোক,
পড়ি কবিতা দুজনে মিলে,
সেই সেদিনের মত।
হৃদয়ে হৃদয় রাখি তব নয়নে নয়ন,
করিতাম কবিতার সুরে শব্দ চয়ন!
আর একবার এসো ধরি হাতে হাত,
আর একবার এসো দেখি মধু রাত।
আর একবার এসো রংধনু দেখি পাটে,
আর একবার এসো উজলা উতলা প্রাতে!
মনে হয় সব কিছু ফেলে
আবার ছুটে যাই তোমার কাছে।
গান না হোক,
পড়ি কবিতা দুজনে মিলে,
সেই সেদিনের মত।
আমার কাঁধে এলানো তোমার অলস মাথা।
বাহুবন্ধনে দুটি বাহু, কেমনে পড়েছে বাঁধা।
সুগন্ধী এলোকেশ তায় ছড়িয়ে পড়েছে গায়ে!
হারিয়েছে দুটি মন কবিতার শব্দ বাগিচায়ে!
মনে কি পড়ে সব মোর অভিমানি পাখী?
স্মৃতি কিছু ভেবে কি আজও জলে ভরে আঁখি?
——————————————
রচনাতারিখ: ১৮ই জুলাই, ২০১৯ সাল
সময়: দুপুর ১২টা ২৯ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0