মোহনীয় মণি
মোহনীয় মণি
————————— রমিত আজাদ
জন্মের দিনটিতে মণি বেশ সাজলো,
কাজল আর টিপ দিয়ে ঝংকারে বাজলো!
এত রুপ নিয়ে মণি ধরণীতে এসেছে,
আজকের দিনটিতো তার রুপে সেজেছে!
জন্মটা নাই হলে মণিকে কি দেখতাম?
ঐ চোখে চোখ রেখে আবেগে কি ভাসতাম?
আমরা তো সুখী তার জন্মটা হলো বলে,
তাই তাকে দেই ফুল, শিশিরের ভেজা জলে।
কালোকেশী মণি আজ লাল জামা পড়লো,
আল্পনা কারুকাজে রংধনু ঝরলো।
মুক্তোর মণিহারে মণি যেন মহারাণী!
মোহনীয় হাসি হেসে, দিলো কি সে হাতছানি?
ফুলে ফুলে প্রাণঢালা দেই অভিনন্দন,
কপালেতে মেখে দেই জোছনার চন্দন!
সাগরের ঐ পারে মণি আজ হেসেছে,
এই পারে কেউ তাকে ভেবে ভেবে কেঁদেছে!
রচনাতারিখ: ৪ঠা ফেব্রুয়ারী, ২০২১ সাল
রচনাসময়: বিকাল ৪টা ২৫ মিনিট (বাংলাদেশ)
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0