মোহিনী জারুল ফুল
মোহিনী জারুল ফুল
—————————- রমিত আজাদ
কুসুমিত ফুল, বেগুনী জারুল, মাতিয়েছে নদীতট,
নিপতিত ফুল, উতলা জারুল, সাজিয়েছে মেঠোপথ।
কমনীয় ফুল, কুহকী জারুল, ছড়িয়েছে জনপদ,
মোহনীয় ফুল, মায়াবী জারুল, দুলিয়েছে চারুপট!
জারুল ফুলের সুবাস মাখিয়া মুখরিত তব অন্ত,
বক্ষ চূড়ার শোভিত শিখরে উত্থিত দু’টি বৃন্ত!
কটিদেশ শেষে ছড়ানো কলসে উন্মুখ মধুবাঁক
স্বপ্নচারিণী তটিনীর ঢেউয়ে দুলিতেছে মৃদু কাঁখ।
মোহিনী গিরির চিম্বুক নীড়ে প্রেমিকের চিরশান্তি,
ধরণীচারির বিরহী কুটিরে ভুলিতেছে পথক্লান্তি।
জারুলের শোভা বিকশিত সেথা কুসুমিত উদ্যান,
কম্পিত চারু, কামনার তরু, বশীভূত ব্যবধান।
জারুল ফুলের গন্ধবিলাসী অন্ধ মুনির ভ্রান্তে,
রূপসীর রূপ সায়র ঝিনুক, কম্পিত মহীপ্রান্তে!
বেগুনী শোভায় চিত্রিত পটে বিস্তৃত কত প্রান্তর,
জারুল ফুলের বর্ণে মাতাল শিহরীত যত অন্তর!
রচনাতারিখ: ০২রা আগস্ট, ২০২১
রচনাসময়: ০৩টা ১৬ মিনিট
Magical Jarul Flower
——————————- Ramit Azad