যতটা তোমায় আমি দেখেছি নীরবে
যতটা তোমায় আমি দেখেছি নীরবে
———————— রমিত আজাদ
যতটা তোমায় আমি দেখেছি নীরবে,
ততটা কেঁদেছে আঁখি গোপনো বিষাদে!
কেন যে দিলাম মন সঁপিয়া সঁপিয়া?
কে দিবে মনের দাম মাপিয়া মাপিয়া?
যে ঝরালো আঁখিজল, সে কি কিছু জানে?
যে আঁকিলো ছবি বুকে, সে কি কিছু মানে?
হায়রে গোপন ব্যাথা, কেমনে ঘুচিবে?
হায়রে হৃদয় কথা, কেমনে মুছিবে?
জানিনা কতটা যুগ হৃদয় সঁপিব!
জানিনা কতটা কাল তোমারে জপিব!
হয়তো প্রীতির টানে রচিব গরিমা,
জপিয়া প্রেমের মালা গড়িব মহিমা।
———————————————–
রচনা তারিখ: ৭ই জুলাই, ২০১৯
সময়: সন্ধ্যা ৭টা ০৫মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0