যে কখনো দেখেনি পুষ্প
যে কখনো দেখেনি পুষ্প
—————– রমিত আজাদ
যে কখনো দেখেনি পুষ্প সীমাহীন ব্রহ্মান্ডে,
সে কি বুঝিবে মর্ম প্রেমের পুষ্পাঞ্জলির?
যে বিহঙ্গ দেখেনি তরঙ্গ অন্তহীন জলধির,
সে কি শুনিবে মনোগাঁথা ব্যাথাতুর নাবিকের?
অসীমিত ব্রহ্মান্ডে পৃথিবীই ধুলিকণা অণু,
মানব তো গ্রহচারী শূণ্যমাত্রা বিন্দুটি শুধু।
সদ্য ঊষায় প্রস্ফুটিত বিশুদ্ধ পুষ্প ও শবনম,
মায়াবী কূহেলিকায় ছায়া ছায়া তরুরাও কারিকা।
পেক্ষাগৃহ ভর্তি জনতা করছে কিসের প্রতীক্ষা যেন!
অগনিত হৈচৈ ভীড়ে মিলিয়ে যায় ধ্রুপদী রাগিণী।
উস্তাদ, আতিশয্য উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রোতারা এখানে নেই!
খেয়াল, ঠুমরী, বাগেশ্রী কিংবা আশাবরী কে শুনবে বলুন?
সাদাসিদা আম-আদমী ধ্রুপদ বোঝেনা!!!
—————————————————–
তারিখ: ২৭শে অক্টোবর, ২০১৮
সময়: ভোর ৪টা, ১৬ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0