যে কলম থামে না
———————– রমিত আজাদ
কালি শেষ লিখে লিখে, বলপেন থেমে গেছে।
গল্পটা নয় শেষ, কথা বাকি আছে বেশ।
শেষ হবে কোন ভোরে? দীর্ঘ সে কলেবরে!
কাহিনীটা অফুরান, নাই তার অবসান!
গল্পের ঝাঁঝ চাও? লেখনীর তেজ দাও!
গল্পটা পোক্ত? পেন চাই শক্ত!
বল পেনে চলবে না, গল্পটা থামবে না।
গল্পের গতি পথে, ফাউনটেইন পেন লাগে।
কালি যবে শেষ হয়, বলপেন থেমে যায়।
বলপেন নিভে গেলে, ফাউনটেইন লিখে চলে।
দম চাই, বেগ চাই, সাথে চাই মনোবল,
ফাউনটেইনে আছে বেগ, সীমাহীন চলাচল!
তেজী যুবা চঞ্চল, বেগবান উচ্ছল!
সংকুল অঞ্চল, শ্বাপদের জঙ্গল।
দুই-একটি ঝড়ে যদি শনশন বায়ু বয়,
বিপ্লবী খোলোয়ার মনোবল না হারায়!
বলপেন নও তুমি, তুমি পেন ফাউনটেন,
মনোবল না হারিয়ে, লড়ে যাও ভ্যালিয়েন্ট!
———————————————————-
রচনাতারিখ: ৩১শে অক্টোবর, ২০১৯ সাল
সময়: রাত ১টা ০৭মিনিট