রক্তকরবীর উচ্ছাস
রক্তকরবীর উচ্ছাস
————- রমিত আজাদ
নদী বয়ে যায়, সাথে নিয়ে যায় প্রেম,
বালু ও তুরাগের রুদ্র স্রোতে
নাচে পূণ্য, হাসে পাপ!
উপেক্ষিত জলধির দেহে
উদ্ভাসিত অগ্নিবৎ তেজতাপ!
স্রোতস্বিনীর দীর্ঘশ্বাসের অগ্নিপথ
পরশনে হবে দর্শন অনিমেষ,
ভরা যৌবনা নদীর বুকে রূপসী চন্দ্রিমা,
ছোঁবেনা তারাদের কায়া সুস্থির অরূনিমায়।
কম্পমান সিংহাসন শঙ্কিত বজ্র ত্রাসে,
তমসার মহাবিশ্ব আচ্ছন্ন ত্রস্ত আগ্রাসে।
পতঙ্গ রাঙা মেঘের শীতল ছায়া ভাসে
মৌনব্রতী রক্তকরবী হাসে নীরব উচ্ছাসে।
—————————————————
তারিখ: ২০শে অক্টোবর, ২০১৮
সময়: রাত ৪টা ১৪ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0