রক্তকরবী বাসনার স্বপ্নসংহারী
—————— রমিত আজাদ
তোমাকে ক্ষমা করার মত কিছুই নেই,
আমাকেই বরং ক্ষমা করে দিও।
ভুলটা আসলে আমারই ছিলো,
অনেকগুলো বছর পরে হলেও
বুঝতে পারলাম অবশেষে!
জেদি একরোখা মন
কেন জানি এতগুলো বছর,
কিছুই বুঝতে চায়নি!
আবেগ, নিরাবেগ, অর্থ, পরিস্থিতি,
সবকিছু নিয়েই তো বাস্তবতা!
আমি তো বাস্তবতার চোখ বেঁধে রেখেছিলাম,
বাঁধা চোখে দেখা স্বপ্নগুলো উদ্বায়ী-ই হয়!
তোমাকে কামনা করেছিলাম আমার মত করে,
তোমার বাসনা হতে চাইনি কখনো!
সোহাগে দক্ষ প্রেমিক
নিরীক্ষায় আনাড়ী হয়।
অদক্ষ হয়
জাগতিক বাস্তবতা বিশ্লেষণে।
একাকীত্ব কুড়ে কুড়ে খেয়েছে চূর্ণ হৃদয়,
তাই অপরূপ জোছনাকেও লেগেছে পানসে।
সুবাসিত নাগকেশরের দিন গুলোকেও
মনে হয়েছে নিতান্তই নিরানন্দ!
নিরন্তর অভিযুক্ত করেছি তোমাকে।
ক্রমাগত চেয়েছি কৈফিয়ৎ!
প্রেমিকের অধিকারে
তোমাকে ছুঁয়েছিলাম অজস্রবার,
ছুঁয়েছি তোমার মন ও হৃদয়,
তবুও স্থায়িত্ব পায়নি হৃৎসম্পর্ক!
অতএব,
আর অভিযোগ নয় অভিমানের,
এখন থেকে ক্ষমা চাইতে শিখবো।
দেরীতে হলেও বুঝলাম বিবাদী,
রক্তকরবী বাসনার নিষ্ঠুর স্বপ্নসংহারী
স্বনির্মিত পংকিলতার আমিই অপরাধী।
————————————————
তারিখ: ২৭শে নভেম্বর, ২০১৮
সময়: দুপুর ১টা ৫১ মিনিট