রত্নমণির তনুর শোভা
রত্নমণির তনুর শোভা
———————————– রমিত আজাদ
শরৎ রাঙা রঙিন পথে উঠলো হেসে কোন পরী?
তার দেশে আজ ভোট হয়েছে, নির্বাচনের ফুলঝুড়ি!
ভোট রেখে সে হাটলো পথে, কোন গাঙে যায় তার তরী?
টুকটুকে লাল উত্তরি তার, রূপের বাহার প্রাণ জুড়ি!
ঠোট পালিশও রক্তপলাশ, যেমন বাহার বৃক্ষ শাখে!
পাতায় পাতায় রঙ লেগেছে, মনের রঙেও ঢেউ জাগে!
জামার সাথে মাথায় টুপি, চুল বিনুনী হর শতেক,
হোক না সে এক বঙ ললনা, এখন সে তো মেমসাহেব।
শরৎ ঋতুর মধুর ছোঁয়ায় সবুজ পাহাড় হয় হলুদ,
গাছে গাছে রঙ মেখেছে, রঙ তুলিতে রঙের দুত!
রত্নমণির তনুর শোভা, সৌরভিত জরিন ধূপে,
আকাশ ছোঁয়া পাহাড় চূড়া, আত্মহারা পরীর রূপে!
রচনাতারিখ: ৫ই নভেম্বর, ২০২০ সাল
সময়: রাত ০২টা ৩৪ মিনিট
Her Autumn Beauty
————————- Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0