রিক্ত বসন্তে সরোবর
———————– রমিত আজাদ
তোমার সাথে
আরেকবার দেখা হওয়া দরকার।
তোমার সাথে কিছু কথা ছিলো।
সেদিন যা বলেছিলে
তা ঠিক বুঝতে পারিনি।
কিছুটা অসংলগ্ন মনে হয়েছিলো!
কিছুটা অযৌক্তিক মনে হয়েছিলো!
‘এ ব্রোকেন লজিকাল চেইন’!
কেউ হয়তো প্রশ্ন করতে পারে,
‘সম্পর্কটাই যখন ব্রোকেন,
তখন আর লজিক খুঁজে কি হবে’?
তবুও আমার কিছু প্রশ্ন রয়েই গেছে।
অনেকগুলো বছর ধরেই প্রশ্নগুলো আমি
নিজেই নিজেকে করছি।
নিজেই তার উত্তর দিচ্ছি,
নিজেই মিলিয়ে নেয়ার চেষ্টা করছি
ধুম্রজাল গরমিলগুলোকে।
একবার মনে হয় মিলে গেছে,
আরেকবার মনে হয় মিলছে না!
প্রশ্ন ও উত্তরগুলোর
পারমুটেশন-কম্বিনেশন করেছি বহুবার।
বিমূর্ত মনোজগতে সবকিছু মিলিয়ে নিয়ে
আত্মসন্তুষ্টি পাওয়ার বৃথা চেষ্টা হতে পারে!
কিন্তু মিলছে না, কিছুতেই মিলছে না!
সাড়ম্বর ভোজসভায় যেমন সদৃশ হয়না
শাড়ীর হালকা রঙের সাথে ভাস্বর রত্নহার।
আমি কি আবেগের মধ্যে গণিত খুঁজছি,
নাকি গণিতের মধ্যে আবেগ খুঁজছি?
আমার করস্পর্শে কতবার কম্পমান হয়েছিলে তুমি?
কতবার তোমার লিপস্টিক লেপ্টে গিয়েছিলো
আমার অধরস্পর্শের অস্থির অনুরণনে?
কতবার গুজেছিলে মুখ আমার প্রেমস্পন্দিত বুকে?
সেই উচ্ছাসে খাঁদ ছিলো, এমনটি মনে হয়নি কখনো।
কখনোই মনে হয়নি, এ রত্ন কৃত্রিম!
তাহলে হিসেব মিলছে না কেন?
এতগুলো নিঃসঙ্গ বছরেও যে হিসেব মিলেনি,
এতগুলো রিক্ত বসন্তেও
যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি!!!
ঐ প্রশ্নগুলোর পাষাণ ঢিল প্রতিটি নতুন ভোরে
বারংবার অশান্ত করে তোলে আমার সরোবর!
তোমার সাথে
আরেকবার দেখা হওয়া দরকার।
তোমার সাথে কিছু কথা ছিলো।
মিলিয়ে নিতে চাই কিছু প্রাচীন প্রশ্নোত্তর।
আমার অশান্ত সরোবরটি
হয়তো প্রশান্ত হবে।
—————————————-
তারিখ: ২৭শে জানুয়ারী, ২০১৯
সময়: রাত ৮টা ৫৯ মিনিট