রুবাই: রমিত আজাদ ১, ২, ৩, ৪
১
স্মৃতিগুলো অগ্নিসম সুতীব্র জ্বালাময়,
মনভূমি ভস্মীভুত সূচাগ্র দগ্ধতায়।
ভ্রমাত্মক স্বপনে ছিলো দুরন্ত আশ্বাস,
জাগতিক বিস্ফোরণে ভেঙ্গেছে বিশ্বাস।
OCTOBER 12 AT 2:03AM
২
স্বপ্ন দেখি রাত্রি জেগে মিষ্টি মধুর স্বপ্ন,
লগ্ন আঁকি রক্তি রাগে বৃষ্টি বিধুর লগ্ন।
তোমার মুখে চন্দ্র দেখি, পূর্ণ তিথির দীপ্তি,
আমার সুখে মন্ত্র জপি, জীর্ণ বিথির তৃপ্তি।
OCTOBER 10 AT 3:31AM
৩
মাঝ রাতে ধ্বংস হোক হিংস্র অন্ধকার,
আজ প্রাতে মুক্ত হোক সুপ্ত বন্ধদ্বার।
কাটুক তব অমানিশা ক্ষোভের বহ্নিতাপে,
ফুটুক পুষ্পরাজি মম প্রভাত সন্নিকটে।
৪
ধীরে ধীরে তব বাড়িতেছে নিশি ভয়াল আঁধার,
চিরে চিরে মম ঝরিতেছে ক্রোধ অথৈ পাথার।
দিনে দিনে শুধু বাড়িতেছে ঘৃণা, গড়িয়াছে পারাবার,
ক্ষণে ক্ষণে তার কাঁপিতেছে হিয়া, গুনিতেছে দুরাচার ।
(রুবাই: রমিত আজাদ
তারিখ: ১৪ই অক্টোবর, ২০১৭
সময়: ভোর ৪টা ১৪ মিনিট)