রুবাই ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫
—————————- রমিত আজাদ
১০৬।
আবার যদি পাই তোমাকে, আবার নতুন মন খুলি,
বলবো তুমি প্রাণের কলি, আর যেওনা দূর চলি!
হারিয়ে গেছে যেই সে সময়, তার কথা না আর ভাবি,
আর যেওনা এখন থেকে, বলবো আমি প্রাণ কবি।
১০৭।
চাইনে কোন গোলাপ কলি, চাইনে আমি করবী,
রূপ সাগরে ডুব দেব না, রূপ্সীরা সব গরবী!
রূপ না ফোটা পুষ্প নেব, জুড়িয়ে নেব প্রাণটা,
ঘাসগালিচায় বসবো সুখে, রাঙিয়ে দেব মনটা।
১০৮।
জিন্দেগী তু, বন্দেগী তু, তু হি মেরা রওশনী,
জী ভরকে দেখলু তুঝে, তু হি দিলকি গুলরাণী।
যানেকা কই আরজু থি চান্দ্,আযা মেরা জানেমান।
চাহ্-হু তেরা দিল না টুটে, লাগযা গলে মেরে জান।
(ভীনদেশী ভাষায় সামান্য প্রচেষ্টা)
১০৯।
জমিদারী জমিদারী ভিখারীর তন্ত্র,
শশ্মানেতে ছুঁড়ে দাও মেধা গণতন্ত্র!
মিঠা মিঠা বুলি বলে লিখে যাও ফর্দ,
পর্দার দাম হবে কোটি টাকা অর্থ!
১১০।
নির্মোহ তার উৎকলিকায়, তপ্ত মধুর কূজ্ঝটিকায়,
বাউল মনের একতারাটায়, সুর জেগেছে রূপের ছটায়।
বান ভেসে তার মান গিয়েছে, রাধার বেশে কলংকি,
উর্বশী তার রূপ চাপে না, জোছনা বিছায় পালংকী!
——————————————————————
রচনাতারিখ: ১২ই সেপ্টেম্বর, ২০১৯ সাল
সময়: বিকাল ৪টা ৪৭মিনিট