রুবাই ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫
রুবাই ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫
—————————- রমিত আজাদ
১০১।
কেমন করে এমন হলো? শরৎকালে শ্রাবণ এলো!
শুভ্রমেঘে সলিল পেলো! শারদ প্রাতে প্লাবন হলো!
আবহাওয়ার এ কি হলো? জল্বায়ু সব এলেমেলো!
বিশ্বব্যাপী গোল বাধালো! মানুষগুলোও পাগল হলো!
১০২।
তিতকুটে এক বিদঘুটে ভাই, মানব বেশী দানব!
যন্ত্রীরা সব বাজনা বাজায়, গান ধরেছে গণক!
গোল বাধাবে বোশেখ মেলায়, প্ল্যান করেছে ঢের!
শালবনে তার মিটিং হলো, কেউ পেলোনা টের!
১০৩।
ঐ হাসি তো নয় হাসি মা, দখলদারের বিচ্ছিরি!
আগ্রাসনের হুমকী হানে, দলবে সবার ফুলকুঁড়ি!
আগ্রাসী তুই মন্ত্র পড়িস? মেসমেরিজম ঢের জানিস?
শেষ মন্ত্র মোদের হাতেই, ভজ্ঞিযজ্ঞি কম করিস!
১০৪।
জমিদারী জমিদারী তন্ত্রের মন্ত্র,
জ্বলে চিতা সেগুনের, পোড়ে মেধাতন্ত্র!
মৃধা ছিলো পদ্মার লাঠিয়াল সর্দার,
লাঠি হেঁকে চর নিলো, বনে গেলো জমিদার!
১০৫।
নদীতটে মিঠা হাসে কাশবন কন্যা,
তীরে যেতে তরী চাই, পার হয়ে বন্যা!
স্বপ্নের ঢেউ ভাঙে যমুনার ঢলেতে,
যত্নের সাথে ভাসে সীমাহীন ছলেতে!
——————————————-
রচনাতারিখ: ১২ই সেপ্টেম্বর, ২০১৯ সাল
সময়: রাত্রী ১টা ৪৫ মিনিট