Categories
অনলাইন প্রকাশনা

রুবাই ১৭১, ১৭২, ১৭৩, ১৭৪, ১৭৫

রুবাই ১৭১, ১৭২, ১৭৩, ১৭৪, ১৭৫
——————————- রমিত আজাদ

১৭১।
হেরা হতে আসেন নেমে নূর ছড়িয়ে কে যে?
বার্তাবহ মহাজ্ঞানের রসুল তিনি সে যে!
জাহেলিয়ার আঁধার ঠেলে আলোর দিশা কে দিলেন?
গুঞ্জরিলো বিশ্বভূবন নও জ্যোতিষ্ক ঐ উদিলেন!

১৭২।
তপ্ত মরুর বালির জমিনে ছুঁয়েছে চরণ যার,
মক্কা নগরী কাবার মিনারে শুনিয়াছে বাণী তার।
ধূলির ধরায় আসিয়া মানব করেছিলো যত ভয়,
হেরার গুহায় ধ্যানের মহিমা করিলো সকলি জয়!

১৭৩।
খঞ্জরে তেজ বাড়ে, শমশের ঝলকায়
জাহেলিয়া রুখে দিতে খঞ্জর চমকায়!
ময়দানে উপনীত তেজী বীর যোদ্ধা!
যাক প্রাণ, তবু পাবে শহীদের শ্রদ্ধা!

১৭৪।
নারীর জনমে ছিলোনা পুলক, ছিলোনা খুশির ঢল,
জন্মিলে মেয়ে বিনাশিতো বাবা, না ফেলে চোখের জল।
ঘন তমসার জীর্ণ কুটিরে জন্মিলো নব জ্যোতি,
সরাইয়া কালো জ্বালাইলো আলো, ঘুঁচিলো ভয়াল রাতি।

১৭৫।
ধন্য মক্কা, ধন্য মদিনা, ধন্য নিখিল বিশ্ব,
দ্বীনের মহিমা ধূসর জমিনে সর্বোত্তম দৃশ্য।
সূর্য ওঠার আগেই উঠিবে মুয়াজ্জিনের সুর,
নামাজ ঘরের মিনার ছড়াবে পূণ্যবাণীর নূর।
——————————————————–

রচনাতারিখ: ১০ই নভেম্বর, ২০১৯ সাল
সময়: বিকাল ৪টা ১৯মিনিট

Rubai 171, 172, 173, 174, 175
———————– Ramit Azad

মন্তব্য করুন..

By ডঃ রমিত আজাদ

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!
ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়।
সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.