রুবাই ১৯৬, ১৯৭, ১৯৮, ১৯৯, ২০০
——————————— রমিত আজাদ
১৯৬।
রাতের আলো বুটি বুটি, জোনাকীর ছুটোছুটি,
জমিনের তারারাজি, ঝিকিমিকি ভোজবাজি।
আলোকিত কীট নাচে, ঝোপঝাড় জঙ্গলে,
দীপালীর ঝড় তোলে, আলোদীপ মঙ্গলে।
১৯৭।
কাছে আছো তবু তুমি দূর দূর দূর,
তোল তান ঝংকারে, সুর সুর সুর।
খোল তব বাতায়ন, সুদুরিকা দীপিকা,
ছুঁয়ে দাও এ হৃদয়, বিষাদিনী বীথিকা।
১৯৮।
লোভ আর লালসার ভয় নাই, ক্ষয় নাই,
লুটেপুটে খাও-দাও, থামাবার কেউ নাই।
শেয়াল আর নেকড়েরা হংসের স্বাদ চায়,
আঁধারের বুক চিরে শ্বাপদেরা তড়পায়!
১৯৯।
কুয়াশায় ভেসে ভেসে আকাশের গায়ে এসে,
উঁকি দিয়ে মিশে যায়, নীলিমায় ভেসে যায়।
নিঃশেষে ঝলকায় উচ্ছাসে ছুটে যায়, হুতাশন বুটিকা।
বাতাসের ইন্ধনে, ছেঁড়ে শিখা বন্ধনে, অগ্নির কণিকা।
২০০।
যতই তুমি লুকিয়ে থাকো সাত সাগরের তীরে,
ইথার হয়ে পৌঁছে যাবো, তোমার গোপন নীড়ে।
জোৎস্না হয়ে জড়িয়ে নেবো সাত মহাদেশ ঘিরে,
রুবাই লিখে ছড়িয়ে দেব সব মানুষের ভীড়ে!
——————————————————–
রচনাতারিখ: ২৩শে নভেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ০২ টা ২৯ মিনিট
Rubai 196, 197, 198, 199, 200
—————————– Ramit Azad