রুবাই ২০, ২১, ২২, ২৩
রুবাই ২০, ২১, ২২, ২৩
————– রমিত আজাদ
২০।
এই মেয়েটি, ঝড় হতে চাও?
আকাশভাঙা ঝড়?
প্রিয়র বুকের ভাঙবে আগল,
উড়িয়ে নেবে ঘর!
ভুলিয়ে দিও নিবাস তাহার,
নতুন বায়ুর হিল্লোলে,
জুড়িয়ে দিও যুবার হৃদয়,
নতুন গৃহের কল্লোলে।
২১।
কে হেরেছে তুমি?
কে হেরেছে আমি?
যিনিই হারুক তুমি আমি,
জিতিনি কেউ জানি।
২২।
একটা নতুন লড়াই হবে তোমার সাথে আমার,
একটা পুরাণ যুদ্ধ হবে আমার সাথে আমার।
মুখ ফুটে কেউ কইবো না আর ভাব সাধনার গল্প,
চোখ দেখে তাই বুঝতে হবে, নীরব ভাষার কল্প।
২৩।
বৃষ্টিধারা ভিজিয়ে দিলো কৃষ্ণচূড়ার রঙ,
রুক্ষ মরুর দুঃখ ভোলায় কুজ্ঝটিকার ঢং।
ছায়ার মায়া, কায়ার মায়া, সকাল দুপুর রাত্রী,
নতুন কুঁড়ি পাঁপড়ি মেলে, আকাশ পথের যাত্রী।
——————————————-
তারিখ: ১১ই অক্টোবর, ২০১৮
সময়: রাত ১২ টা ১০ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0