রুবাই ২১১, ২১২, ২১৩, ২১৪, ২১৫
———————————- রমিত আজাদ
২১১।
কাঁচা মনে ধরলো যখন রং,
ঐ চাকুতে পড়বে না আর জং!
এমন তো আর হয়নি কভু আগে!
পরশে তার কেমন কেমন লাগে!
২১২।
: লজ্জা কেন? চাওনা তুমি? কেন টলোমলো?
মধুর-পরশ, সোহাগ-আদর লাগে না কি ভালো?
: ভালোই লাগে, তদুপরী কেমন কেমন যেন!
কোথায় যেন কিন্তু আছে, ভুল কি হলো কোন?
২১৩।
ইচ্ছে করেই ভিক্ষে করি, নাই প্রয়োজন জানি,
তোমার কাছে এলেই তবে, ভিখারী হই আমি।
প্রথম যেদিন দেখি তোমায়, অতীত ভুলি আগে,
তখন থেকেই যা দেখি সব লজ্জা-মধুর লাগে।
২১৪।
ছেড়েই যদি যাবে তবে কেন বেঁধেছিলে?
ভুলেই যদি যাবে তবে কেন টেনেছিলে?
ব্যাথাই যদি দেবে তবে কেন চুমেছিলে?
মিছেমিছি অভিসারে কেন ডেকেছিলে?
২১৫।
প্রতিদিনই পড়ে মনে কয়েকটিবার দিনে,
সেই যে কবে কোন্ আবেগে বেঁধেছিলে ঋণে!
তোমার হাতে ধরেছিলে এই অভাগার হাত,
সেই তো হৃদয় ভগ্ন হলো, গুমরে কাঁদে রাত!
—————————————————————
রচনাতারিখ: ২৯শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ১২টা ৫৫মিনিট
Rubai211, 212, 213, 214, 215
———————— Ramit Azad