রুবাই ২৩১, ২৩২, ২৩৩, ২৩৪, ২৩৫
রুবাই ২৩১, ২৩২, ২৩৩, ২৩৪, ২৩৫
—————————– রমিত আজাদ
২৩১।
কেউ করেনি অভিনয় তো! কেউ করেনি প্রবঞ্চনা!
আমিও না, তুমিও না। কারো মনেই পাপ ছিলো না।
তবে কেন পৃথক হলাম? হলো না আর ঘর বাঁধা?
তবে কেন সবটা জীবন, কুজ্ঝটিকায় রইলো ধাঁধাঁ?
২৩২।
শুভ্র বসন জাগায় মনে শুভ্র শীতের বার্তা,
অদ্রি চূড়ায় ঝলকে ওঠে শ্বেত তুষারের ঘরটা!
তুষার মাঝেই রক্তকমল শুভ্র হাসির রাজরাণী,
জারুল বনে ধবল টগর, কাঠ-মালতির হাতছানি।
২৩৩।
লিখেছ, আর ভালোবাসোনা আমাকে,
যতবার তোমার চিঠি পড়ি
সজল চোখে, আজও কাঁদি
জানি না কার ভুল ভাঙবে, তোমার না আমার?
২৩৪।
হাসিটা তো তেমনি আছে, কেমন দুষ্টু মিষ্টি হাসি!
সাতক্ষীরাতে কিনেছিলে কুহেলিকার পাতার বাঁশি?
ঘাড় ঘোরাতেই চোখ ফেরালে, যেন আমায় দেখছোনা!
আমার চোখও দেখছে ঠিকই, আমায় তুমি ভুলছোনা!
২৩৫।
প্রেম করাটা বারন তবে, প্রেমে পড়া বারন নয়।
পড়লে প্রেমে চুপটি থাকো, মুখ ফুটে তা বলার নয়।
যেই বলেছ, সেই মরেছ! নিজের হাতেই গোর খুঁড়েছ!
কি প্রয়োজন বেঁচেই মরার? বৃথাই নিজের কবর খোঁড়ার?
————————————————————–
রচনাতারিখ: ০৬ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১০টা ৪০মিনিট