রুবাই ২৪১, ২৪২, ২৪৩, ২৪৪, ২৪৫
রুবাই ২৪১, ২৪২, ২৪৩, ২৪৪, ২৪৫
———————————- রমিত আজাদ
ছোটদের রুবাই
২৪১।
(পাহাড়)
পাহাড় তুমি কত্ত বড়, মাথা তুলে দাঁড়ানো!
পাহাড় তুমি কত্ত উঁচু, মেঘের গায়ে হারানো!
পাহাড় তোমার বনের সবুজ ছুঁয়ে দিলো নীল আকাশ!
পাহাড় তোমার মনের রঙে রঙিন হলো সব বাতাস!
২৪২।
(দিন)
দিনের আলোয় সূর্য হাসে, আলো জ্বেলে বিশ্বময়,
সেই আলোতে জগত দেখি, চতুর্দিকে জ্যোতির্ময়!
দিন না হলে আঁধার হতো, লাগতো সবই কৃষ্ণকায়,
দিনের আলো আছে বলেই বেঁচে আছি মৃত্তিকায়!
২৪৩।
(ডিম)
ডিম যদি ভাই না থাকতো, সকাল বেলায় খেতাম কি?
হাঁস-মুরগী আছে বলেই ডিমের দেখা পেয়েছি!
ডিম আগে না মুরগী আগে, জটিল ধাঁধাঁ মাথাতে,
ধাঁধাঁ থাকুক দাদার সাথে, আমার মজা ওমলেটে!
২৪৪।
(বাংলাদেশ)
স্বপ্নপূরী, স্বর্গপূরী, বিশ্ব মাঝে কোন সে দেশ?
সাগর তীরে সবুজ কায়া, মায়ায় ঘেরা বাংলাদেশ।
সূর্যহাসির আলোর ছটায় ঝিলমিলিয়ে কোন সে দেশ?
প্রজাপতির ডানায় ভাসা রূপের জ্যোতি বাংলাদেশ!
২৪৫
(নদী)
নদী তুমি কোথায় ছোট? কোথায় তোমার ঘর?
সাগর তোমার আপন হলে, গিরি তোমার পর?
তুমি বোধহয় কন্যা গিরির, ঘরের বাঁধন টুটো,
মায়ের ঘরকে পর করে তাই, সাগর পানে ছোট!
(আমার ছোট ছেলেটির ডিমান্ড অনুযায়ী রুবাইগুলো লিখেছি। টপিকগুলো ওরই দেয়া।)
—————————————————————
রচনাতারিখ: ০৭ই ডিসেম্বর, ২০১৯
সময়: রাত ১১টা ১১ মিনিট
Rubai 241, 242, 243, 244, 245
—————————-Ramit Azad