রুবাই ২৫৬, ২৫৭, ২৫৮, ২৫৯, ২৬০
—————————————– রমিত আজাদ
২৫৬।
দৃষ্টি-টি তার বৃষ্টি মুখর, রূপসা নদীর জলছবি!
রূপ সাঁজিয়ে আল্পনাতে ঊষার উঠান সৌরভী!
মন রাঙিয়ে প্রাণ ভরিয়ে, ফুল সজ্জায় জলপরী
রূপায়িত রূপ মাধুরী মায়ার কায়ায় রূপ ধরি!
২৫৭।
যেমন আছে তেমন থাকুক, না পাওয়াটাই ভালো;
কাছে পেলেই ভাঙ্গবে মোহ, আলো হবে কালো!
আলো হয়েই থাকো দূরে, আলেয়ার এক চিকচিকা;
নির্মল জল ভাবছি যাকে, হয়তো সে এক মরিচিকা!
২৫৮।
জীবন যখন ব্যাথায় ভরা, সাগর ভরা দূষণে;
ভরসা তখন ক্যামনে রাখি, লগ্ন তিথির ভূষণে?
খেল্ খেলিবো কাহার সাথে, খেলাই যখন অনিয়ম!
বালু দিয়ে গড়া যে ঘর, রাখবে সে ঘর কোন কওম?
২৫৯।
মায়ার শিকল ছিঁড়ে যে যায়, তার কি আছে ঘরের মায়া?
নীড়ের খাজে থাকবে না যে, কোন বনে তার মিলবে ছায়া?
বন-বাঁদাড়ে খুঁজলো যে সুখ, জনপদে রাখবে কে তায়?
নিয়ম জালে বাঁধলে তারে, মুক্তি লোভে ছটফটায় ।
২৬০।
পালঙ্কে শুয়েছিলো রাজার দুলাল,
শর্বরী মেতেছিলো সিতারা হিলাল!
শিহরিয়া ভাঙ্গি ঘুম ফেলি মালামাল,
কোন ডাকে হইলো সে পথের কাঙাল?
নেমে এলো ধুলি পথে রেখে রাজপূরী,
পথেই ভাসিয়ে দিলো জীবনের তরী।
রাজা ঘুরে দ্বারে দ্বারে ভিখ মাগি মাগি,
প্রজাদের বেদনার হয়ে গেলো ভাগী।
—————————————————————
রচনাতারিখ: ০৮ই জানুয়ারী, ২০২০ সাল
সময়: ভোর ০৪ টা ৫৮ মিনিট
Rubai 256, 257, 258, 259, 260
———————————- Ramit Azad