
রুবাই ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫
রুবাই ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫
—————————————– রমিত আজাদ
২৬১।
রূপায়িত রূপ মাধুরী, রূপের হাটে মূল্যায়ন,
জেল্লা ওঠে রূপের ছটায় রূপ নগরীর রূপায়ন।
আজ রূপসীর রূপ ফুঁসেছে, উথ্লি ওঠে আভরণ।
রূপ প্রদীপের জ্বলছে আলো, ফুঁড়িয়া তার আবরণ!
২৬২।
চন্দ্র তারা কাব্য কথা, ঘূর্ণি নাচে ধিরি ধিরি
লক্ষ তারা জ্বালছে আলো চাঁদরানীরে ঘিরি ঘিরি।
মেঘপরীদের উড়াউড়ি জোৎস্না-ছায়ার লুকোচুরি,
পূর্ণতিথির চন্দ্রিকা আজ রূপ জ্বেলেছে স্বর্গজুড়ি!
২৬৩।
ফুলে ফুলে ভরে ভরে, সাজাবো কেমনে তারে?
কামিনী, বিলাসী, বেলি, শিউলী, চামেলী, কলি;
সুধা মেখে মধুমিতা, ভরিবে কি মনবিতা,
বাগানের সব ফুল তুলে এনে দিলে তারে?
২৬৪।
ফিরবে বলে ফিরলো না যে, তার তরে কার অপেক্ষা?
ফিরতে চেয়েও পারলো না যে, করবো কি তার প্রতীক্ষা?
কোন ভরসায় হই বিবাগী, কার তরে হই বিরহী?
ভীনদেশী মোর বন্ধুটারে, রাখলো বেঁধে কোন প্রহরী?
২৬৫।
পিটুনিয়া ফুল চিনেছ, শীত ঋতুতে ফোটা?
সাতক্ষীরাতে ফুলপরীটা ফুলকুঁড়িদের ছটা!
রংধনু রূপ মন তনুতে, মিষ্টি তিথির পাখি!
রূপ দহনে অন্ধ আমি, ঝলসে গেছে আঁখি!
————————————————–
রচনাতারিখ: ০৯ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ১৩ মিনিট
Rubai 261, 262, 263, 264, 265
——————————- Ramit Azad