রুবাই ২৬৬, ২৬৭, ২৬৮, ২৬৯, ২৭০
—————————————– রমিত আজাদ
২৬৬।
কোন মেঘে আজ ভরলো আকাশ?
কার হৃদয়ে অন্ধকার?
দেখতে তারে কে দেয় বাধা?
মনের দুয়ার বন্ধ কার?
২৬৭।
ফুল ছিঁড়েছি তার মানে নয়, ভুল কিছুটা করেছি!
গাঁথতে মালা ফুল ছিঁড়েছি, মালার বাঁধন বেঁধেছি।
একটি মালাই এই জীবনে একটি বারই গেঁথেছি,
এক মালাতেই মন বেঁধেছি, একটি সুরই সেধেছি!
২৬৮।
কথায় কথায় তাল মিলিয়ে মাঝে মাঝে কাব্য লিখি,
রঙে রঙে জল মিলিয়ে চিত্র আঁকায় নেইতো গতি!
তাইতো তোমার রূপ পারিনা রাখতে ধরে কাষ্ঠফ্রেমে,
চিত্রে না হোক, শব্দ রঙে, রূপ তোমারই ধরবো প্রেমে।
২৬৯।
কথায় কথায় সুর মিলিয়ে মন কি কবির ভরলো?
শূন্য কবির শূন্য হৃদয়, শূন্যতাতেই থাকলো!
কৃষ্ণচূড়ায় দোল লাগেনি, ফুল ফোটেনি জুঁইশাখে,
শূন্য ভূবন অন্ধকারে শূন্য আঁখিই ঝরলো!
২৭০।
জাগলো কি আজ ঐ নয়নে? মদালসা কেন আঁখি?
রক্তে বুঝি উঠলো জোয়ার, উদ্বেলিত ফুল সাকি!
আঁখির জলেই শরাব আছে, মত্ত লোচন পিয়ালা!
বান ডেকেছে জওয়ানিতে, পান করো যাও নিরালা।
———————————————————-
রচনাতারিখ: ১৩ই জানুয়ারী, ২০২০
সময়: সন্ধ্যা ০৭টা ৪৩ মিনিট
Rubai 266, 267, 268, 269, 270
——————————- Ramit Azad