রুবাই ২৮৬, ২৮৭, ২৮৮, ২৮৯, ২৯০
রুবাই ২৮৬, ২৮৭, ২৮৮, ২৮৯, ২৯০
—————————————– রমিত আজাদ
২৮৬।
গোলাপরাণী বলছে হেসে, নয়ন মেখে অঞ্জনে;
রঙ ছড়াবো দীপ্তিরাশি পাপড়ি লেপে চন্দনে!
গুল বাগিচা, ফুল কাননে, গোলাপ রাঙা অঙ্গনে,
চৈতালী চাঁদ স্বপ্ন-বিলাস মিষ্টি হাসি রঙ্গনে!!!
রুবাই
————————— রমিত আজাদ
২৮৭।
মনের ভূমে আঁকা ছবি, কাঠের ফ্রেমে বাঁধতে চাই,
কেমন করে আঁকবো ছবি সেই ভাবনায় মন হারাই!
আঁকবো যাকে ক্যানভাসেতে, তুলবো ছবি দীপ্তিময়,
আমার মনের শশী হলেও, সেই জন তো আমার নয়!
২৮৮।
ঐ বয়সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় মন,
স্বপ্ন মেলায় পসরা সাজায়, দুইটি মনের পণ!
স্বপ্ন যদি পূরণ না হয়, ঘুম ভেঙে হয় মাটি,
নয় অভিমান, সত্য জেনো, স্বপ্ন ছিলো খাটি!
২৮৯।
তোমার মনের আকুলতা বুঝতে আমি চাইনি,
তোমার কথার ব্যাকুলতা শুনতে আমি চাইনি।
খেলার সাথি হয়েছিলাম, ব্যাথার সাথি হইনি,
তাই মনে আজ জ্বলছে চিতা, সুস্থিরতা পাইনি!
২৯০।
বনচারী এক কেমন খেলা খেলছে দেহের রঙমহলায়,
কায়ার ভাজে মধুর খোঁজে রস-পিয়াসী প্রেম দেওয়ানায়।
করছে মাতাল তুফান তুলে অযুত কোষে মাতামাতি,
ব্যাথার স্রোতও সুখ হয়ে যায়, ঢেউ খেলে যায় রাতারাতি।
__________________________________________
রচনাতারিখ: ০২রা ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০২টা ২৯মিনিট
Rubai 286, 287, 288, 289, 290
————————- Ramit Azad