রুবাই ২৯৬, ২৯৭, ২৯৮, ২৯৯, ৩০০
—————————————– রমিত আজাদ
২৯৬।
করতে গিয়ে ঘৃণা কেন বেসে ফেলি ভালো?
এই হয়তো ললাট পটে নসিব লেখা ছিলো!
অভিমানে ভুলে গেলেও মেঘরা ফিরে আসে,
বৃষ্টি হয়ে ঝরে বুকে, কান্না হয়ে হাসে!
————————- রমিত আজাদ
২৯৭।
লাল জমিনে কালো ফোঁটায় তোমার শাড়ির নকশা আঁকা,
সিঁড়ির ধাপে মুক্তোকেশে চিত্তগ্রাহী হাসির রেখা!
হাতের বালায় দোল দোলালে কার যে মনের মদির আঁখি!
চোখ ধাঁধানো রূপ জ্যোতিতে ঝলসানো মন বাঁধলে রাখি।
২৯৮।
একটু ছোঁয়া তোমার হাতের ফোটায় যে ফুল শুষ্ক মনে,
একটু সোহাগ তোমার হৃদের সুর সেধে দেয় বিশ্ব-ভুবন!
মরলে পরে আমার গোরে ফুল দিওনা মনের ব্যাথায়,
মন চাইলে দিও পরশ জ্যান্ত আমার ললাট রেখায়।
২৯৯।
প্রেম-তুফানে উড়িয়ে নেবে কোন আকাশের মেঘবালিকা?
চৈতালী সাঁজ রেশমী কেশে বাঁধবে এ মন কোন মালিকা?
প্রেম যমুনার ঢেউয়ের তালে ভাসবে তৃষা অভিসারে,
প্রেম প্লাবনে কূল ছাপিয়ে মন ভাসাবে চুপিসারে!
৩০০।
ভাঙছে পাহাড় ঝর্ণাধারায়, সমুদ্দুরের তৃষ্ণা হারায়,
অকূল পানে ছুটছে নদী দুঃখপথের প্রান্তসীমায় !
এই রাতে কি আমার মতই কাঁদছো তুমি অঝোর ধারায়?
দিনের শেষে নিভলে আলো মন ছুটে যায় কোন নিরালায়?
—————————————————————-
রচনাতারিখ: ০৮ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ৪৩মিনিট
Rubai 296, 297, 298, 299, 300
————————- Ramit Azad