রুবাই ৩০১, ৩০২, ৩০৩, ৩০৪, ৩০৫
রুবাই ৩০১, ৩০২, ৩০৩, ৩০৪, ৩০৫
—————————————– রমিত আজাদ
৩০১।
কায়া তার যেন এক খাপ খোলা তরবার,
দৃষ্টিতে বিদ্যুৎ চমকায় বারবার!
কায়া তার জড়িয়েছে চোখ ধাঁধাঁ বস্ত্র!
দুই-ধারি ছুরি যেন বিষ মাখা অস্ত্র!
৩০২।
ঘুমাও তুমি, ঘুমাও পরী, ঘুমাও শশী স্বপ্নদেশের,
দুচোখ ভরে দেখবো আমি, ঘুমন্ত রূপ চন্দ্রবেশের।
বন্ধ তোমার আঁখির পাতে আঁকবো যে চুম চুপিসাড়ে,
টের না পেলেও ছাইবে স্বপন প্রেমময়ীর ঘুমের ঘোরে!
৩০৩।
মণি মোর মনমতো, কিউট এন্ড সিম্পল!
হাসলে যে গালে টোল ঝলকানো ডিম্পল!
মন দিলে মণি বলে, “হয়ে গেছে ঢের দেরী”,
তাও আছে মণি মনে, প্লেটনিক অভিসারী!
৩০৪।
আফসানা চুপি চুপি বলে, “বোন রোকসানা,
এই মন কেড়ে নিলো গোপনীয় একজনা!
রোকসানা বলে বোন, “এ কি বলো আফসানা!
সুলোচনা লুন্ঠিত! জাদুকর সেইজনা!”
৩০৫।
ঘর চেয়েছি ঘর পেয়েছি, পাহাড়তলে আমার ঘর,
বাগ চেয়েছি বাগ পেয়েছি, পুষ্প-বীথি থরে থর!
ঝাউয়ের তলে আসন পেতে বাঁশরিয়ায় মন মাতাই,
সবই আছে তুমিই যে নাই, শূন্য বুকে চোখ ভাসাই!
—————————————————————
রচনাতারিখ: ০৮ই ফেব্রুয়ারী, ২০২০ সাল
সময়: সন্ধ্যা ০৫ টা ৪১ মিনিট
Rubai 301, 302, 303, 304, 305
———————————- Ramit Azad