রুবাই ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৪৯, ৩৫০
————————————— রমিত আজাদ
৩৪৬।
সে থাকে তার মনের দেশে, যেথায় সবাই নিরুদ্দেশ!
দুই চোখে তার তৃষ্ণামৃগ, দ্রাক্ষা তরুর শ্যাম আবেশ!
কি আছে তার নয়ন মাঝে? হয়তো কোমল অভিমান!
তাই কি তাহার আঁখির ফাঁদে মরিচিকার মরুদ্যান?
—————————– রমিত আজাদ
০৭ই মার্চ, ২০২০
৩৪৭।
নীল কমলা শাড়ীর রঙে কাজল আঁখির তীক্ষ্ণ বাণ,
খোলা চুলে মেঘ জড়ানো হালকা কিছু অভিমান!
চাউনি যেন সন্ধ্যাতারার দূর গগনের ঝিকিমিকি,
বাসন্তি ফুল ফুটলো সেথা, পূর্ণ-তিথির লুটোপুটি!
(০৭ই মার্চ, ২০২০)
৩৪৮।
মাঝে মাঝে তোমাকে ভুলে যাই,
আবার ছবি দেখি মনে পড়ে।
তোমাকে ভোলা ঠিক হবেনা।
তুমিওতো আমার একজনা!
৩৪৯।
তৃষ্ণাতুরে কি চায় বলো? খারিজমের ঝাঁজ সিরাজী?
রূপের তৃষায় মরছে যে জন, কে মেটাবে তার পিয়াসী?
আকাশ জুড়ে চাঁদ হেসেছে, চান্নি পসর রাত!
চাঁদের আলোয় মন চেয়েছে, একটি প্রেমের হাত!
(০৮ই মার্চ, ২০২০)
৩৫০।
চাঁদ জেগেছে, বান ডেকেছে, কাহার পানে জোৎস্না ছোটে?
ফিনিক ফোটা জোৎস্না রাতে, কার বাগিচায় পুষ্প ফোটে?
মদির আঁখির তারার নেশায় কার নয়নে বহ্নি শিখা?
দৃষ্টিসুধায় কার পিয়াসী, মখমলী চাঁদ কার কারিকা?
(০৯ই মার্চ, ২০২০)
————————————————————–
রচনাতারিখ: ০৯ই মার্চ, ২০২০ সাল
সময়: দুপুর ০২টা ০৫ মিনিট