রুবাই ৩৫, ৩৬, ৩৭, ৩৮
———————- রমিত আজাদ
৩৫।
বন্ধু আমার, বৃথাই আবার, জেগোনা তিমির নিশি,
কি হবে জাগিয়ে, অকুলে হারিয়ে, বেদনাবিধুর স্মৃতি?
কার আঁশে তুমি, এলে পাশে নামি, খোলা বাতায়নে ঝুকি?
সে তো আর খুঁজে, দেবে নাকো বুঝে, মেলা জানালায় উঁকি!
৩৬।
আমি যদি পক্ষী হইতাম, উড়ে যেতাম রাতে,
ভোরের আগে খুঁজে নিতাম কোন ঠিকানায় থাকে।
বলতাম তাকে ব্যাথার কথা কেমনে গেলে ভুলে?
লাজ হারিয়ে মনের কথা বলতাম তারে খুলে!!!
৩৭।
অস্থির মন
হৃদয় নিয়ে খেলছো খেলা খেলো,
জীবন নিয়ে খেলছো কেন বলো?
হৃদয় পুড়ে কয়লা করবে করো,
জীবন দহে চিতায় কেন মারো?
তপ্ত হৃদয় বুকের মাঝে,
দেখছে না তো কেউ!
দগ্ধ জীবন উন্মোচিত,
লক্ষ শ্রুতির ঢেউ!!!
৩৮।
বংশীবাদক সর্প নাচাও?
আর কি নাচাও বলো?
ডাউকি নদীর মেলায় সাজাও,
গোখরা নিয়ে খেলো???
————————————–
রচনাতারিখ: ১১ই আগষ্ট, ২০১৯ সাল।
সময়: দুপুর ৩টা ৩৫ মিনিট