রুবাই ৩৭১, ৩৭২, ৩৭৩, ৩৭৪, ৩৭৫
——————————————– রমিত আজাদ
৩৭১।
হুজুরেরা নট হিরো, হ্যান্ডসাম হয়না,
সেকেলে এ চলাফেরা ললনারা সয়না!
স্মার্ট না হলে তরুণীরা চায়না,
ফিটফাট স্বামী চায় আধুনিকা ললনা!
হয়ে গেলে পরিণয় এরপর ঘরনী,
চায় ঠিক স্বামী হবে ধার্মিক ধরণী!
হুজুরের তরিকাতে স্বামী তার চলবে,
আধুনিকা গৃহিনী তা গৌরবে বলবে!
———————————— রমিত আজাদ
রচনাতারিখ: ২৪শে এপ্রিল, ২০২০ সাল
সময়: রাত ০৮টা ৩২ মিনিট
৩৭২।
কেউ নিশ্চয়ই মন হারাবে, তোমার চোখের চাউনিতে,
হাসনা হেনা রূপ যে তোমার, মদির আঁখির দেউড়িতে!
হয়তো তুমি দাওনা ধরা, প্রেম-তিয়াসীর মন্ত্রতালে;
দিলরুবা কি দিল হারাবে? রূপ-বিলাসীর ইন্দ্রজালে?
৩৭৩।
পারসী গুলাব নীল নয়নার সুর ঝরেছে জলসায়,
সঙ্গিতে তা রাগ-অনুরাগ, ভঙ্গিতে রূপ ঝলসায়!
সাঙ্গু নদীর শুভ্র পটে, নীলগিরিতে তার সে ছবি;
রূপ নয়নার দৃষ্টিপাতে, মায়ার প্রভাত দীপ্ত রবি!
৩৭৪।
নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ কপালে;
নীলিমাতে সাগরিকা নীল ঢেউ সকালে!
জাদুকরী দু’নয়নে মেঘেদের যুদ্ধ,
যেই দেখে সেই হয় দুটি চোখে মুগ্ধ!
৩৭৫।
ছায়াবাজির কিচ্ছা যদি শুনতে পারো সাতটি রাতি,
চালতা তলায় চাটাই পেতে জ্বালবে আলো মোমের বাতি।
হতচ্ছাড়া ব্যাঙগুলো তায় কোয়া কোয়া ডেকেই সাড়া,
ঝিঁঝিঁ পোকাও কম যায় না, খেকশিয়ালেও আত্মহারা!
রচনাতারিখ: ২৮শে এপ্রিল, ২০২০
রচনা সময়: দুপুর ১১টা ৫২ মিনিট