রুবাই ৩৭৬, ৩৭৭, ৩৭৮, ৩৭৯, ৩৮০
———————————————– রমিত আজাদ
৩৭৬।
সেই ভালো মোর মেকাপ গেটআপ টিকটকে তার হল্লা নাচ,
ভোজ সাজিয়ে রোজ টেবিলে, বিন্দু থেকে সিন্ধু সাজ!
কেউবা টাকার পাহাড় দেখায়, মাথায় দিয়ে স্বর্ণালী তাজ!
ভুলেও তবে জ্ঞান দিওনা, নাখোশ হবেন রাজা-ধীরাজ।
৩৭৭।
কন্ঠ আছে স্বরও আছে, গাও তুমি গান বন্দনার,
ছন্দ তুলেই বন্ধ দুয়ার খুলবে সাধের চন্দনার।
চন্দনাতেই রূপ সাধনা, বল্লরী তার চমৎকার!
মূর্তি নিয়েই ফুর্তি করো, ধরার খবর কি দরকার?
৩৭৮।
ফন্দি করে বন্দি জীবন শরাব নেশায় মাতাল বুঁদ,
মুক্তি যাচে কোন সে পাগল? গুনতে হবে দ্বিগুন সুদ!
ঋণের দায় প্রাণ বিকালে, দিন শেষে তাই হাত বাঁধা;
সুদীর খাতার মাফ পাবেনা, মস্তকে আজ ভুত ধাঁধাঁ!!!
৩৭৯।
অতঃপর এই পাগলা হাওয়া তোমার ঠোটের মূক ভাষা!
রূপকথা কি শোনায় সুধা, ফুল বাগিচার রূপ আশা?
আমি যে আজ পান করেছি ঐ পেয়ালার মিষ্ট জল,
স্বপ্ন সাথী আজ পেয়েছি, বুকের জোয়ার ছলাৎ ছল!
৩৮০।
কোন এতিমের লুটলে খাবার? কোন বিধবার কাড়লে জল?
কোন কৃষকের ক্ষেত মাড়ালে? কোন শ্রমিকে করলে ছল?
লোভের বশে ডাকাত হলে, লিপ্সাতে যাও দস্যুতায়;
চোখ বুজলে রইবে দেহ, গোরের কোলে মাটির তলায়!
রচনাতারিখ: ৮ই মে, ২০২০ সাল
রচনা সময়: দুপুর ০১টা ০৯মিনিট