৪০০।
দিন নেই রাত নেই থেমে থেমে গর্জন,
মাঝে মাঝে ফুঁপে ফুঁপে অযথাই ক্রন্দন!
বধু তার মধুমাস পার করে ক্রুদ্ধ,
অবশেষে ঘোষিয়াছে পতি-জায়া যুদ্ধ!
———————————– রমিত আজাদ
০৩রা আগস্ট, ২০২০ সাল
৪০২।
মানিনী ঢেকেছে মুখ, মুখোশের বাহারে,
অত রূপ গরবিনী ঢেকে গেলো আহারে!
মহামারি ঢেকে দিলো সব মুখ হিজাবে,
খেলোয়াড়ে খেলে খেলা কে কাহারে বোঝাবে?
———————————– রমিত আজাদ
০৩রা আগস্ট, ২০২০ সাল