রুবাই ৪৩১-৪৩৫
রুবাই ৪৩১-৪৩৫
———————————- রমিত আজাদ
৪৩১।
আজ বাদলের লুকোচুরি, মেঘ সূর্যের খুনসুটি;
আনচান তাই হৃৎ সায়রা, মন-ময়ূরী চায় ছুটি!
সব পিছুটান পিছন ফেলে আসবো ছুটে সেই আমি,
দরজা খুলে অবাক হলেও, হাত বাড়িও সেই তুমি!
————————- রমিত আজাদ
৯ই জুন, ২০২১ সাল
৪৩২।
ব্যাথার সাগর দেখবে যদি, আমায় তুমি বৃষ্টি করো,
জলের গায়ে আঘাত দিতে, বাদল হয়ে জলেই ঝরো!
জলের উপর জলের নাচন, তোমরা তাকে বৃষ্টি বলো?
পদাঘাতের ব্যাথার জ্বালায়, জল আঁখি হয় ছলছল!
৪৩৩।
দুপুরের ভাতঘুম, সময়টা আলসে,
খানিকটা ঘুঘু ডাক, গ্রীস্মের কাল সে;
চিকচিকে বালুচরে শালিকেরা করে চান,
শিল্পীর আঁকা ছবি ক্ষণে ক্ষণে বদলান।
৪৩৪।
নগ্নিকা চেয়ে থাকে মোমআলো জ্বালিয়ে,
প্রেমিকের শুরু হয় আলোটুকু নিভিয়ে।
প্রেম চলে নিশিভর অভিভূত বিলাশে,
ঢেউ ওঠে ঢেউ নামে অবিরত জোলুসে।
৪৩৫।
মন চাইছে তোমার চোখে চোখ রেখে আজ অঝোর কাঁদি,
বিষাদ-স্মৃতি সব টেনে আজ ভাঙা বুকের পাঁজর বাঁধি।
কেঁদেই ঝরাই সকল ব্যাথা, অশ্রুজলে ভিজিয়ে তোমায়,
তাও যদি হয় তোমার বোঝা, কেমন ভাঙা আমার হৃদয়!
রচনাতারিখ: ০৯ই জুন, ২০২১ সাল
রচনাসময়: রাত ১১টা ৩২ মিনিট
Rubai 431-435
————————– Ramit Azad