রুবাই ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০
রুবাই ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০
—————————- রমিত আজাদ
৪৫।
তোমার কাছে রূপের দেমাগ করবে কে গো জীবনে?
ফুল হোক আর গুল হোক সে, কূল হারাবে বিহনে!
রূপ ঝলকে বিজলী জ্বলে, ঝঞ্ঝা খ্যাপা গগনে,
সেই আলোতে মন হারালো, মনভোলানো বিতানে!
৪৬।
আশ্বাসেরই বুলি শোনায়, তুললে কথা বিশ্বাসের,
নিশ্বাসে তার ছল-চাতুরী, লোভ-লালসা বিষ ত্রাসের!
যাচাই প্রমাণ চাইতে গেলে, গোল বাধাবে সুনিশ্চিত,
আখেরে তার শিকার হবে, মুক্তি পথের পথিকৃৎ!!!
৪৭।
মেঘফুলেরা দল মেলেছে, উড়ছে হাওয়ায় নিরুদ্দেশ,
প্রেমিক যুগল উন্মনা তাই, মন ছুটেছে পথের শেষ!
মনের ভ্রমর সাজায় মালা, হিয়ায় ঝরে শিউলি ফুল,
চতুর্দোলা দুলছে মনে, ছয় বেহারার হাঁক বিপুল!!!
৪৮।
শরাব-সুধার পক্বতা নেই, বিজ্ঞতা নেই রমণে,
সাকির তনুর বাঁকের প্রেমে মন হারাবো কেমনে?
দীর্ঘজীবন কাটলো নিরস, শুষ্ক মরু ব্যাবিলন,
প্রিয়ার কেশের সুবাস কি আজ, সঞ্চারিবে মরুদ্যান?
৪৯।
দেবদারু আজ অনল অটল, দক্ষিণ হাওয়ায় বেজায় তেজ!
ভাঙবে পাঁচিল বদ্ধ কারার, মুক্তি যাঁচে কয়েদ বেশ।
বটতলাতে ভীড় জমেছে, যুক্তি দেখায় বক্তিমায়,
আবার বুঝি মিছিল হবে, রক্ত ফোটা চন্দ্রিমায়!
৫০।
শ্যামাঙ্গী এক তন্বী তনু দোলায় সুডৌল রূপসুধা,
ডুব দিয়ে চুপ পান করে যাও অথৈ দীঘির মৃৎক্ষুধা।
ঠমক চমক যাই দেখো তার মনলোভানো দৃষ্টিতে,
ঝলকে নেশায় দাও ভিজিয়ে ঝমঝমানি বৃষ্টিতে।
_____________________________________
রচনাতারিখ: ১৩ই আগষ্ট, ২০১৯
সময়: রাত্রী ২টা ২০ মিনিট