রুবাই ৪৭১ -৪৭৫ (Ramit Azad – Rubai)
রুবাই ৪৭১ -৪৭৫
———————– রমিত আজাদ
চুম্বন বিষয়ক
৪৭১।
মুগ্ধতা দু’নয়নে, আঁখিপাতে ছন্দ,
চুম্বনে নেশাতুর, জোড়াঠোঁট বন্ধ।
অধরেতে অধরের নির্বাক ভাষাসুখ,
চুমসুখে বশীভূত, শবনমে ভরে বুক!
৪৭২।
সেই চোখ, সেই হাসি, সেই ঠোঁটে শবনম;
সেই চুম, ঘুম ঘুম, সেই গালে রঙ্গন!
লাজে রাঙা কপোলেতে বারে বারে চুম্বন,
মুঁদে আসা চোখে তার, লোভাতুরা মধুবন!
৪৭৩।
চুম্বনে একি সুধা, যুগলেরা বেসামাল !
উত্তাপে কায়া জলে, রূপসীরা উত্তাল!
ঝলসানো ঠোঁটে শুধু প্রলয়ের সুরতাল,
সোহাগের শিহরণে তৃষিকার মায়াজাল!
৪৭৪।
চুম্বনে পাপ নেই, দাবি শুধু বয়সের,
পূর্ণতা পায় প্রেম, ঠোঁটে ঠোঁট পরশের।
কাঙ্খিত কম্পনে দোলে দেহ হরষে।
শিশিরের মিঠাজল ভালোবাসা পরশে।
৪৭৫।
বুকে তার সুধাগিরি, চূড়া দুটি তপ্ত,
অধরের পরশেতে গিরি দুটি দগ্ধ!
উদগ্রীব গ্রীবা তার ওষ্ঠের ছোঁয়াতে,
বিদ্যুৎ বয়ে যায় শিহরিত কায়াতে।
রচনাতারিখ: ২৯শে জুলাই, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ০১টা, ১৯ মিনিট

মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0