রুবাই ৪৭৬-৪৮০ (Rubai -Ramit Azad)
রুবাই ৪৭৬-৪৮০
———————— রমিত আজাদ
(জারুল ফুল বিষয়ক)
৪৭৬।
জারুল ফুলের গন্ধবিহীন রঙে রূপে মাতোয়ারা,
জুলাই মাসের ঢাকাই পথেতে ছড়িয়া রহিছে তারা।
ছড়ানো ফুলের জড়ানো রূপের মোহনীয় মেঠোপথ,
মুগ্ধ নয়নে দেখিয়াছি সবই, চড়িয়া সুরের রথ।
৪৭৭।
বক্ষ শিখরে তপ্ত আঙুর, তব উদ্ধত ফোটা ফুল,
বেদানা দানার রসে ভরপুর, বেগুনী জারুল ফুল!
বেগুনী রঙের ফুলে ভরপুর লেকপার্ক গুলশানে,
সেই ফুল ছুঁয়ে কপোত-কপোতী কথা কয় কানে কানে!
————————– রমিত আজাদ
৩১শে জুলাই, ২০২১ সাল
৪৭৮।
কুমারী জারুল চিত্রিত পটে বিস্মৃত নদীতট,
নিপতিত ফুল, বেগুনী জারুল, সাজিয়েছে মেঠোপথ।
তরু উদ্যানে, পুষ্পের সারি, নারীর ইশারা সুবাস,
দুঃখবিলাসী স্মৃতির আখরে, অবিনাশী মধুমাস।
৪৭৯।
অপ্সরা তার নিঃশ্বাস রেখে ছেয়ে ছিলো ছায়াপথ,
স্বপ্নবিলাসী খোলসে ঢাকিয়া উড়িছে আলোর রথ।
জারুল ফুলের গন্ধসুবাসী রূপসীর দু’টি বৃন্ত,
কোমলতা ছুঁয়ে মায়াবী চূড়ার, অমানিশা অবিশ্রান্ত।
৪৮০।
আমি কি তোমার নগ্ন কায়ায় বুলিয়েছি কভু হাত?
স্বপ্নসুধায় মধুমাস তিথি, জারুল ঝরানো রাত!
বেগুনী শোভায় কর পরশে শিহরীত তমা নিশি,
উঠিয়াছে ঝড়, কেঁপে থরথর, উতলা নিঝুম শশী।
রচনাতারিখ: ৩১শে জুলাই, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ১২টা ৫২ মিনিট
Rubai 476-480
—————– Ramit Azad
