রুবাই ৪৯১-৪৯৫ (Rubai Ramit 491-495)
রুবাই ৪৯১-৪৯৫
——————— রমিত আজাদ
৪৯১।
এমন দিনে বললে তুমি, তোমার সাথে যেতে,
এ’ সপ্তাহের সবগুলি কাজ সেদিন ছিলো হাতে।
যেই সুযোগের আশায় ছিলাম কয়েকটি মাস ধরে,
সুযোগ পেয়েও তার ব্যবহার হলো না আর পরে!
৪৯২।
ভেবেছিলাম ঢাকার জ্যামে তোমার সাথে যাবো,
বিরক্তিকর যাত্রাপথের যাত্রী মোরা হবো।
স্বল্প পথের যাত্রাসময় দীর্ঘ অনেক হবে,
সময় পেয়ে আমি তোমায় আপন করে নেব!
৪৯৩।
মোবাইল ফোনে প্রেমের কথা, কি আর বলা যায়?
তার চেয়ে যাই পূর্বাচলে, কাশের বনের ছায়।
পূর্বাচলের লেকের জলে, নৌকা ভ্রমণ বেশ!
স্বচ্ছ হ্রদে আসবো রেখে, প্রেমের তরীর রেশ।
৪৯৪।
রিকশা ভ্রমণ খুবই ভালো বিকেল বেলার পথে,
দুজন মিলে পাশাপাশি, চলছি হাওয়াই রথে।
তোলা হুডে মাথা নুয়ে বসি কোনমতে,
সরু সীটটা বাধ্য করে কাছাকাছি হতে!
৪৯৫।
দ্বিতল বাসের উপরতলায়, প্রথম সারির সিটে,
দুজন মিলে বসে যাবো গাজীপুরের পথে।
সাথে নেব চীনাবাদাম, খেতে খেতে যাবো,
গল্প এবং হাসির ধারায়, দিশেহারা হবো।
রচনাতারিখ: ০৮ই সেপ্টেম্বর, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ০১টা ১৩ মিনিট