রুবাই ৫১১-৫১৫ (Rubai Ramit 511-515)
রুবাই ৫১১-৫১৫
—————————————– রমিত আজাদ
৫১১।
মেঘের রাণী মেঘ ছুঁয়েছে, মেঘলা বেলায় কিসের মায়ায়?
ভাসছে উদাস তাহার তরী, কোন বাসনায় মাঝ দরিয়ায়?
টিকলি মাথায় মেঘলা খোপায়, রূপের বাহার ফুল্ল শোভায়!
মেঘবালিকা ভাসছে স্রোতে, চলছে তরী কোন ঠিকানায়?
———————————- রমিত আজাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২১ সাল
৫১২।
হোক না বাঁকা চলন তাহার, হোক না বাঁকা হাসি!
অমন বাঁকা হাসির স্রোতই পড়ায় গলায় ফাঁসী!
চলন-বলন বাঁকা বলেই বাজলো সেথায় বাঁশী;
কাব্যলেখার রসদ যেথায় ঝরছে রাশি রাশি!!!
—————————— রমিত আজাদ
৩০শে সেপ্টেম্বর, ২০২১ সাল
৫১৩।
তপ্ত দুপুর!! সোনার নূপুর, মেঘ ঝরেনা টাপুর টুপুর;
রোদ তেতেছে, ক্ষুধার ঢেকুর, খুঁজছে খাবার ভুক্ত কুকুর।
কামার ঘরে চলছে হাপর, উড়ছে নিশান ঢাকাই কাপড়।
বহ্নিশিখায় দিচ্ছে চাপড়, রোদের তাপে ভাজছে পাপড়!
৫১৪।
প্রথম দিনে একটু দেখা, কথাও হলো অল্প ;
পরের দিনে রিকশা ভ্রমণ, সারাটা পথ গল্প!
কফির কাপে চুমুক দিয়ে, চোখের তারায় স্বপ্ন,
বিপনীতে হাটার ছলে, কাটলো মধুর লগ্ন!
৫১৫।
নিজের রিকশা ছেড়ে যখন, উঠলে আমার রিকশায়;
তুমি তো নও চাঁদ আকাশের বসলো আমার পাশটায়!
প্যাডেল ঘোরে আস্তে ধীরে, তপ্ত রোদের রাস্তায়,
দুইটি পাখি সুর তুলেছে, রিকশা নামক গাছটায়।
রচনাতারিখ: ০৯ই অক্টোবর, ২০২১ সাল
রচনাসময়: রাত ১২ টা ২৫ মিনিট
Rubai 511-515
—————– Ramit Azad