রুবাই ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫
—————————- রমিত আজাদ
৫১।
অধর যখন তাতিয়ে তোলে অধর ভরা ব্যাথা,
চুম্বন তো মৌবন এক, ভূবন ভোলা কথা।
ঠোঁটের গায়ে ঠোঁটের সোহাগ, ক্ষুদ্র সুধা আলিঙ্গন,
রক্ত ধারায় জোয়ার জাগে, প্রতীক্ষাতে অধীর মন!
৫২।
বেঁধেছিলাম আপন বুকে চপল তনু মোর প্রিয়ার,
অনুরাগের মায়ায় তাকে বিঁধেছিলাম তীর হিয়ার।
নিয়তি মোর বিরূপ হলো, রাখলো না সুখ অনিবার!
দেশ বিরহে করলো সুদূর, ফিরিয়ে নিলো অঙ্গীকার!
৫৩।
আমার চেয়ে আপন তোমার, কেউ ছিলো কি কোনকাল?
ভালোবাসার শরাব পিয়ে, প্রেম দিতো কে চিরকাল?
বীনার তারে আঙুল রেখে, কে জাগাতো প্রীতির ঝড়?
পর করে আজ আমায় তুমি, নির্ঘুম রাত করছো পার!!!
৫৪।
নেশায় যখন জ্ঞান হারালাম, এখন আবার কানুন কি?
নেভাও এবার বুকের আগুন, অনুশাসন আর মানুন কি!
তন্বী তনুর সলিল-ধারায় ভেজাও আমায় মন ভরে!
ভাবনা রাখো আগলা দিনের, উন্মাদী হও রস ঘোরে!
৫৫।
চাঁদের আলোয় পথ দেখা যায় গাঁয়ের মাটির বুক চিরে,
ধানের ক্ষেতে বক উড়ে যায়, শাপলা হাসে বিল জুড়ে।
কান্ধে শিশু বাপ হেটে যায়, মা চলেছে একপাশে,
ভাইটি বড় সাথেই আছে, মায়ায় ভরা এই দেশে!!!
————————————————————
রচনাতারিখ: ১৭ই আগষ্ট, ২০১৯
সময়: রাত্রী ৩টা ৫০ মিনিট