অনলাইন প্রকাশনা

রুবাই ৫, ৬, ৭: রমিত আজাদ
রুবাই ৫, ৬, ৭: রমিত আজাদ
রুবাই – ৫
যে নারী দিয়াছে মোরে আনন্দ ঘটিকার,
তার প্রেমে না হই মত্ত, তবু সে আমার।
ঢালিছে অমৃত সুধা তার মম অঙ্গ ভরিয়া,
না বলি প্রেমিকা তাহারে, তবু সে প্রিয়া।
রুবাই – ৬
বলিনাই মরিচিকা, মালবিকা মোর,
ডাকিনাই অনামিকা, দিপালীকা ভোর।
তুমি শুধু আধুনিকা, আলোশিখা বালিকা,
আমি তবু পরাভূত, অধ:কৃত বীথিকা।
রুবাই ৭
তোমাতে আমাতে শুধু ঘটিকার রতি,
নিশ্বাসে পিষে মিশে সাময়িক প্রীতি।
সঙ্গিনী তুমি নও, বন্দিনী দূরে দূরে,
তবুও রয়েছ জুড়ে মম হৃদয়ের পুরে।
—————————————-
তারিখ: ২৮শে অক্টোবর, ২০১৭
সময়: রাত ৩ টা ১০ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0