রুবাই ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০
রুবাই ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০
—————————- রমিত আজাদ
৬৬।
এই তিথিতে নিরস লাগে বিজ্ঞান আর নওগণিত,
তার চেয়ে নাও চর্চা করি কায়া সুখের শাস্ত্রগীত।
কায়ার ছোঁয়ায় কায়ায় যখন কম্প জাগে সব কোষে,
কে থামাবে সেতার ধ্বনি? ঐকতান যে আবেশে!
৬৭।
প্রীয়ার খোপায় কি ফুল দেবে, সাজাবে তায় কোন গুলে?
প্রীয়ার গলায় কি হার দেবে, মাখবে কি ঘ্রাণ তার চুলে?
প্রেম-নিবেদন মন্ত্রবলে রাখবে কি তার অঞ্চলে?
যেই ফুলে তার দিল হারাবে, তাই দিও তায় মন খুলে!
৬৮।
এলো গেলো হাজার সিজার, আরো কত সিকান্দর!
মুকুট আসন ঘোরে-ফেরে, কে রাখে যে কার খবর!
শাহেনশাহ্-রা ওঠে-নামে ক্ষমতা হয় হাতবদল,
বাহুর প্রতাপ কমে গেলেই সিংহাসন হয় বেদখল!
৬৯।
মেলো প্রিয় ছাতাখানি নামিয়াছে ঘন দেয়া,
এসো প্রিয়া এ ওজরে আঁকি ঠোঁটে মধু-ছোঁয়া!
লাখো আঁখি হানিবে না, ইর্ষাতুর শত নিঠুর তীর,
দিলে যাদের প্রেম জেগেছে তারাই তো মহা বীর!
৭০।
কুটির হবে অট্টালিকা, শয়নে যবে পেয়ারী,
সঙ্গিনীরই রূপ নেহারে, নাগর হবে জুয়াড়ী!
রূপ-নেশাতে চৈতিরাতে তুফান তুলে বলবে বাহ্,
গরিবানায় নাই পরোয়া, আমিই হলাম শাহেনশাহ্!
___________________________________________
রচনাতারিখ: ২১শে আগষ্ট, ২০১৯
সময়: রাত্রী ২টা ৪০ মিনিট