রুবাই ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫
—————————- রমিত আজাদ
৭১।
জ্ঞান নাই তাই নির্জ্ঞান ভাই, ডুবি অতল সাগর তলে;
অজ্ঞান তাই দীপ্তিবিহীন, মরি নিবিড় তিমির মূলে।
যতই ভেদি জ্ঞানের প্রাসাদ, ততই হারাই দিলের দিশা,
জ্ঞানের সাগর অসীম অতি, মিটানো দায় মনের তৃষা!
৭২।
সামনে পিছে দোষদর্শী, নিন্দুকের আর অভাব নাই,
ঝাঁঝরি হয়ে ছিদ্র খোঁজে, সুচের গায়ে যত্নে তাই।
নয়টি তোমার পূণ্য হলেও, একটি মন্দ খোঁজাই চাই,
বালতি ভরা দুধের মাঝে, ফোঁটা গরল ঢালাই চাই!
৭৩।
মুক্তবাক-এর কন্ঠ চেপে মুক্তমনার ফুটাও নাম!
মুক্তিদূতের পথ রূধিয়া, দেখাও বোকার স্বর্গধাম?
অন্নাভাবে নীরব হলেও, নিঃশব্দেই খোঁজে ত্রাণ,
তপ্তখুনে বান ডাকিয়া, টগবগিয়া ফুটছে প্রাণ!
৭৪।
গোলাপ ফুলে নেইযে রুচি, ঝিঙে ফুলেই ভরবে মন!
গরবিনীর দেমাগ বেশী, ঝুমকো লতাই মনোরম!
পদ্মদিঘী-র ভরা জলে, সাঁতরে দেখো ফুরায় দম!
শালুক ঝিলে হাটু সলিল, দম হারানোর ঝুঁকি কম!
৭৫।
দফতরের এক অবসরে, দৃষ্টি মেলে আরশীতে,
চমকে ওঠে অবাক পুরুষ, দেখছে কাকে শার্শিতে!
হায়রে কখন ফুরিয়ে গেলো যৌবনের এক মৌবন!
তেজ হারিয়ে বাঁশির সুস্বর নিভু প্রদীপ বিমর্ষ মন।
——————————————————–
রচনাতারিখ: ২৩শে আগষ্ট, ২০১৯
সময়: রাত্রী ২টা ৩২ মিনিট